
প্রধান শিক্ষকের বানী
(ভারপ্রাপ্ত)
আসসালামু আলাইকুম,
শিক্ষা, শৃংখলা, সংযম- এই মূলমন্ত্রকে হৃদয়ে লালন করে প্রগতিশীল পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট এর মাধ্যমে সম্মানিত অভিভাবক ও অভিভাবিকা, আপনাদের সকলের প্রতি রইল আন্ত্রিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। পড়ুন

সভাপতির বানী
আসসালামু আলাইকুম, জ্ঞান ও শক্তির সম্মিলনে সৃজিত শিক্ষার মধ্যেই নিহিত একটি জাতির প্রগতি ও মুক্তি। "মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমান সরকার শিক্ষার গুনগত মান বিকাশে বদ্ধপরিকর এবং একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান গুলির আধুনিকায়ন ও অভিভাবকদের নিকট তথ্য সরবরাহ করার জন্য আধুনিক মানের ভবন নির্মান, উন্নত মানের তথ্য প্রযুক্তির ল্যাব স্থাপন ও ডাইনামিক ওয়েবসাইট চালু করেছে। পড়ুন

আমাদের বৈশিষ্ট সমূহঃ
✔️ সুপ্রশস্ত শ্রেণিকক্ষ এবং মনোরম পরিবেশে ক্লাসের ব্যবস্থা ।
✔️ মাল্টিমিডিয়া প্রজেক্টর যুক্ত ডিজিটাল ক্লাসরুম রয়েছে ।
✔️ পরীক্ষার খাতা মূল্যায়নের পর শিক্ষার্থীদের দেখানো হয় ।
✔️ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সুসজ্জিত বিজ্ঞানাগার আছে ।
✔️সুস্থ বিনোদন ও সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা আছে ।
✔️ প্রহরী ও সিসি ক্যামেরার মাধ্যমে স্কুল গেট ও ক্যাম্পাস সার্বক্ষণিক নজরদারি করা হয় ।
✔️ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষে আধুনিক শিক্ষাদান পদ্ধতির ব্যবস্থা আছে
✔️ নিয়দ্মিত অভিভাবক সমাবেশ করা হয় ও শিক্ষার্থীদের অগ্রগতি জানানো হয়
✔️ শিক্ষার্থীদের জন্য আধুনিক সকল প্রকার ক্রিয়া সামগ্রীর ব্যবস্থা আছে ।
✔️ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করা হয় ।
✔️ প্রতিষ্ঠানের ক্যাম্পাস টি সম্পন্ন রাজনীতি ও ধূমপান মুক্ত ।
✔️ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে ।
✔️ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য আর্থিক সুযোগ-সুবিধা আছে ।
✔️ প্রয়োজনীয় সংখ্যক বই সম্মিলিত সুসজ্জিত লাইব্রেরি আছে ।
✔️ সুনাগরিক এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে আন্তরিক প্রচেষ্টা ।
✔️ মাল্টিমিডিয়া প্রজেক্টর যুক্ত ডিজিটাল ক্লাসরুম রয়েছে ।
আমাদের ঠিকানা
গ্রামঃ জালালপুর , ডাকঘরঃ পাবনা ক্যাডেট কলেজ
উপজেলাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা
- মোবাইল নাম্বারঃ ০১৭২৪-৩৮৭৫০০
- EMAIL: info@mkshs.edu.bd
- ই আই আই এন নংঃ ১২৫৫৮৮
- এম পি ও কোডঃ ৮১০৬০৪১৩০১
- বিদ্যালয় কোডঃ ৩০২০
- কেন্দ্র কোডঃ ৩০৫
Copyright © 2024 MKSHS. All Rights Reserved
Design & Develop by: Rocky_Tech Head IT Solution

























